যাদবপুরের ক্যাম্পাসে ১
যাদবপুরের ক্যাম্পাসে চলবে না খবরদারী
শিক্ষামন্ত্রী যতই তুমি চেষ্টা করো ভারী
ছাত্ররা সব বড় নেতা
ভীষণ রকম স্বাধীন চেতা
আন্দোলন ও মস্তানীতে পাবেনা জুড়িদারী ।
যাদবপুরের ক্যাম্পাসে রোজ রত্ন প্রসব হয়
বিক্ষোভ আর বিপ্লব নিয়ে ব্যস্ত অতিশয় ।
ক্লাশে যায়না কেউ
সারাক্ষন ঘেউ ঘেউ
উপাচার্য্য বেজায় ভদ্র সবাইকে করে ভয় ।