অদৃশ্য ভগ্নদূত ৷
অফিসে রোজ যেতে হয় ,
ধূলো,ময়লা আর ডিজেলের ধোঁয়া
রাস্তায় ট্রাফিক জ্যাম,
মিছিল মিটিংয়ে বিদ্ধ সমস্ত শহর ৷
সকালে বাজারে যাই ব্যাগ হাতে
তাড়াতাড়ি চা খাওয়ার পর
যদিও বুকের বা দিকে ব্যাথা ,
ভুুলে থাকি সারাক্ষণ ৷
ডাক্তারের উপদেশে সিগারেট
অবশেষে বন্ধুত্ব হারায়
প্র্র্র্রাণায়াম,ক্রাটিগাস
সর্বদা সাবধান ,খাওয়া পবিমিত ৷
বুকের ব্যথা কমে গেলে শেষে
আবার ধরাই সিগারেট
এমনি করে লুকোচুরি খেলি
জীবন কখনও মৃত্যু ৷
দিনরাত্রি আমার পিছনে
কে যেন ছায়ার মতো
কারো অদৃশ্য হাত আমার কাধের 'পর
সযত্নে রক্ষিত ৷
মিনিবাসে রূপসীর খোলা পিঠ
সমুদ্রের বেলাভূমি ,
আমাকে বিদ্ধ করে
নিয়ে যায় দীঘার সৈকতে ৷
ডিজেলের ধোয়া যেই নাকে যায় বুকে ব্যথা ওঠে
অদৃশ্য ভগ্নদূত হেসে ওঠে, বিদায় জানায় ৷