তোমাদের অন্দরমহলে



কেমন করে এ গভীরতা হাত দিয়ে ছুইঁ
কেমন করে তোমার চোখের জল হাত দিয়ে মুছে দেই ,
কেমন করে এই অন্ধকার বিযুক্ত করে আনি আলো আর আলো ।
যুদ্ধ সে ত সমাপ্ত হয়ে আছে কাহিনী কথায়
পরাজিত সম্রাট ক্ষুরধার কথা দিয়ে কবিতা সাজায় ।
ভিখারিণী তার চোখের কোনায় দেখি গভীর বিষাদ ।
ভিক্ষুকের ভাঙ্গাপিঠ ,নুলো হাত দেখলে পরে পকেট হাতাই
কিছু ত দিতেই হয় ,কিছু কষ্ট যাক ঘুচে ।

কিন্তু এই অতল স্পর্শী অমেয় দুঃখ
কি করে মেটাবো আমি ;
সেই কথা ভেবে ভেবে আমি পৌঁছে যাই
একদিন তোমাদের অন্দরমহলে ।
কবিতার শব্দে নয় তোমাদের চেতনায়
স্বপ্ন হয়ে বেঁচে থাকতে চাই ।