ধর্মের নামে
রবিবার প্রার্থনার ঘন্টা বাজে সমস্ত গীর্জায়
যীশুর বানীতে শুদ্ধ হয়ে যায় গোটা পৃথিবীটা ৷
শুক্রবার নামাজ হয় পৃথিবীর সমস্ত কোনায়
চেতনা জাগ্রত হয় সমাজবদ্ধ হয় হাজার মানুষ
বাচাঁর প্রেরণা পায়,সমবেত প্রার্থনায় নূতন জীবন ৷
পুরাতত্ত্বের যাদুঘরে পুত্তলিকা খড়ে ও কাদায়
বাৎসরীক সামিয়ানা মস্ত আয়োজন
সৃষ্টি কৃষ্টি বিনষ্ঠ হয় মন্ত্র পাঠ গঙ্গা বিসর্জণে ।
ধর্মগুরু বাবারাই সেজেছেন ঈশ্বর ।
তীর্থে ভীড় কুষ্ঠ রোগী ভিখারী পঙ্গুদের সঙ্গে ডুমো মাছি
সেখানে পর্যটনে আয়েশ করে হাজার মানুষ
কোন মন্ত্র বল কোন যাদুকাঠি নড়ে রাতের আধাঁরে ?
চাওয়া পাওয়া আত্মার মুক্তির জন্য যুগ যুগ ধরে ৷
সংসার সমুদ্রে পরিত্রাণ চাই তীর্থে ঘুরে ঘুরে ।
সংস্কৃত মমী নিয়ে ঠিকাদার জ্বেলে রাখে ধর্মের আলো৷
দান পাত্র,পূজা ,আরতী , বিগ্রহে জীবন দান ৷
খন্ডিত দেহ ঘিরে পর্যটন তীর্থক্ষেত্র অতি জাগ্রত ৷
শিকারীর অমেয় ফাঁদে মানুষ পড়বে ধরা তা ও সম্মত ।
কোন শিক্ষা নেই কোন বার্তা নেই, শুধু প্রহসণ
ধর্মের নামে ব্যাবসাই চলে প্রতিদিন প্রতিক্ষণ ৷
--------------------