ধর্মের খোঁজে
নারায়ন পূজো করলে গৃহস্হের মঙ্গল
সত্যনারায়নের সিন্নী দাও পূজা পাঠ করে৷
মন্ত্রের উচ্চারণে দেবতার আশীর্বাদ
সস্নেহে পড়বে ঝড়ে বিঘ্ন হবে নাশ ৷
ভক্তি ভরে অঞ্জলী দাও বেদের জয়গান
ব্রহ্মা,বিষ্ণু ,মহেশ্বর সবাই সমান
মাথা মুন্ডু না বুঝলেও নেই কোন ঝঞ্ছাট ৷
মেয়ের বিয়ে,অন্নপ্রাশন শান্তি স্বস্তয়ন
সবেতেই চাই মন্ত্রপাঠ বৈদিক উচ্চারণ ৷
উপাচার ও দর্শনী সবই তাদের মায়া
নিয়ম নীতি মন্ত্রপাঠ ওদেরই মনগড়া
শ্রাদ্ধ ,শান্তি শ্মশানে ও ধর্মের বেড়াজাল
অন্ধ মৃত মন্ত্র নিয়ে ঋষির বচন
সংহিতা পঞ্জিকায় রয়েছে মহাকাল ৷
এ আচার রীতি নীতি ,ভাষার কুজ্ঝটীকা ,
সভ্যতার অপমান ধর্মের মরিচীকা ৷