দিল্লী বহুদূর
মূর্খেরা সুখে থাকে তাদের অল্পতেই সুখ
বামন হয়ে চাঁদ ধরার নেই সে অসুখ ৷
ভাগ্য কখনও হয় অপ্রত্যাশিত ভালো
নির্বোধও শাসন কর্তা জগৎ করে আলো ৷
গোখাদ্যে পুষ্টি নিয়ে বিহারে ভরপাই
দিল্লীতে রেল মন্ত্রী বছর দশেক
সম্পত্তির হিসেব নেই এতই কামাই ৷
দিদিমনির বৃহষ্পতি তূঙ্গে যাতেই হাত দেন
শুধুই সোনা ফলে , পান বিশ্ব প্রেম ৷
সাদা শাড়ী গ্যালাক্সী নীল চটী পায়
অতীতের কথা ভুলে কংগ্রেস ঝাঁপায় ৷
বড় বড় ব্যারিষ্টার ,চাণক্য চতুর
দিদিমনি স্বপ্ন দেখে ;
কিন্তু ,দিল্লী বহুদূর ৷