যদি জানতাম
তুমি চলে যাবে জানলে
অর্ধেক আকাশ আমি তোমাকে দিতাম ;
প্রিয়তম মানালীতে হাতে হাত রেখে
ত্রিরিশ বছর ঘুরে ফিরে দেখতাম ;
নাবলা কথার রেশ ,না ছোওঁয়া শরীর
আবার নতুন করে সাজিয়ে নিতাম ৷
তুমি যাবে জানলে
আকাশের বুক চিড়ে পদ্ম ফোটাতাম
সমুদ্রের গভীরে এক ঘর নিয়ে
সুখের চাদরে ঘেরা ঝিনুকের বুকে
ভালবাসার রক্ত দিয়ে মুক্তো ফলাতাম ৷
তুমি যাবে জানলে
যমকে ঘরের বাইরে
মিষ্টি কথায় ভোলাতাম ;
আমাদের না বলা কথা
হাজার বছর ধরে বলেই যেতাম ৷