ইচ্ছে হয়

তোমাদের সঙ্গে যেতে ইচ্ছে হয়
কিন্তু অনেক কর্ত্তব্য ;
ভালবাসা সোজা নয়
স্বার্থত্যাগ,নিজেকে উজাড় করা
নিজেকে নিঃশেষ করা সোজা নয় ।

দর্শনে তৃপ্ত থাকি কাছে যেতে ভয় হয়
বেকার জীবন ;গরীবের ম্লান পোষাকে
মৌন সুখ
তোমাদের উচ্ছল বাগানের গন্ধে খুশী থাকে ।
তোমাদের ভয় পাই ছোয়াঁচে রোগের মতো
কাছে গেলে কি জানি কি রোগ হয় ।
দায়িত্ব কর্ত্তব্য এবং না জানা সব আইনের ফাঁদে
কোন গর্তে পরে যাবো কিংবা কোন নূতন ফ্যাসাদে
যেমন পতঙ্গ খায় কোন কোন বৃক্ষের ফুল ।
এসো বসো গল্প করি শোনাই কবিতা কিংবা
প্রিয় কোন রবীন্দ্র সংগীত ;
সেটাও সাহসে আসে না থাকি দূরে দূরে ।
তোমাদের দাবীহীন বন্ধুত্বের ঝুলন্ত সিঁড়ি
ঐ ভাবে ঝুলে থাকে ।
আমি ক্র্রমশঃই দূরে যাই অজানা আতঙ্কে ।
তোমাদের বাগানের গন্ধ
ছোয়াঁচে অসুখ নিয়ে পড়ে থাকে
আমার গরীবের ভাঙ্গা পালঙ্কে ।

১৫/৯/১৯৭১