আমাকে পৌঁছুতে হবে
উদ্বাস্তু কলোনীতে এতটুকু দুঃখ আমার হয়নি কখনও
বরঞ্চ গর্ব আর নিদারুণ মায়া আছে স্বপ্ন সৌধ ঘিরে ।
সর্বদা আগলে রাখি আলোকের বীজমন্ত্র চলার প্রয়াস
কঠিন পরিশ্রম, সংযমী পদক্ষেপ
আমার স্বপ্নের জন্য দুরূহ পোষাক ।
একমাত্র ধ্যানজ্ঞান শিক্ষা আর যোগ্যতা করায়ত্ব করা
জমকালো আভিজাত্য ,কৃষ্টির ঘেরাটোপ রঙীন বলয়
একলা আমার জন্য সমস্ত পরিবার মান পাবে ফিরে ।
বস্তুত সেইজন্য এমন নির্জীব থাকি
অন্যায়কে সহ্য করি কখনও আপোষ ।
উত্তেজিত হতে গিয়েও ; ভবিষ্যত সম্ভাবনা ভেবে ঠান্ডা হই ।
কখনও সম্মান যায় কখনও অর্থ যায়
কখনও বা আরো মূল্যবান
আসল বাঁচার মানে নিরর্থক হয়ে যায় ।
গুমঁড়ে কেঁদে উঠি
তবুও গর্জে উঠি না আমি
আমাকে যে পৌঁছুতে হবে দূস্তর সীমানায় ।
১৯৭১