ফুলের কুঁড়ি
উঠবে সব জেগে
সুবাস দিতে।

এটি একটি এক লাইনের কবিতা । হাইকু ।
আরো উদাহরণ :

২ )গাছের ডালে
গনতন্ত্রের মেলা
পাখিরা কাঁদে।

৩)ঈশান কোন
এক চিলতে হাসি
দিল দরিয়া।


একটু শান্তি
সুখের নিরালায়
খুঁজে সবাই।

সবগুগলোরই কবি প্রশান্ত কুমার ঘোষ ।
জানিনা এগুলোকে কবিতা বলে চালানো উচিৎ কিনা ।

আমার অন্তত কবিতা হিসাবে মান্যতা দিতে আপত্তি আছে ।
বিদগ্ধ কবি/পাঠকদের  বিচারে কি বলে ?