উচ্চাকাঙ্খা
সিঁড়ি ভেঙ্গে উঠতে গিয়ে করিনি খেয়াল
চারিদিকে আশেপাশে হিংস্র শ্বাপদ
কখনও বন্ধু বেশে চতুর শেয়াল;
সকলে চাইছে যেতে উপরে সিড়ির ।
তাইতো অদৃশ্য ল্যাং মারামারি ।
সুনিপুন দক্ষরাই জিতে যায় বাজী ।
তেলমাখা ,জাতপাত নোংরা টানাটানী ।
সাদাসিধে মানুষের শুধুই সাধনা ।
ধূরন্ধর ধড়িবাজ তাদের রমরমা ।
কঠিন কর্মক্ষেত্র,বঞ্চনা গঞ্জনা সার
উচ্চাকাঙ্খা করে মরি পিছনে সবার ।
সঙ্গে সাথী হিংস্র বাঘ শেয়াল শকুন ।
উচ্চাসন আশা ছেড়ে থাকো বহু দূর
কি দরকার সিঁড়ি ভাঙ্গার ;সঙ্কীর্ণ সে পথ
তাহলে এজীবন তোমার হবে নিরাপদ ।
রচনাকাল : ২০০২ সাল