রঙীন ছবির বই
কোট,প্যান্ট টাই পরা কুমীর আর শেয়ালের গল্পের বই
আমাদের ছেলেবেলা কেটেছে অনেক দিন রমলার সাথে
রঙীন ছবির সাথে গল্প আর খেলা করে কেটেছে দুপুর
কাঁচা আম নুন সহ রমলার হাত ধরে ঘুরেছি অনেক ৷
নাচের স্কুলে আমিই পৌছে দেই প্রতি রবিবার ;
হাত ধরে নিয়ে যাই রাস্তা পার করি অতি সাবধানে ।
ওর মায়ের অনেক ভরসা ছিল আমার উপর ।
দেখতে দেখতে আমরা বড় হয়ে যাই ;
রমলার শরীরটা অদ্ভূত ম্যাজিকে এক রাজকন্যা হয় ৷
আমি নিতান্ত এক সরল বালক মাত্র
ওর চোখের কোনায় দেখি বিদ্যুতের হাসি ৷
রাস্তার রুস্তম যুবকরা ওর বন্ধু হয়ে যায়
আমাকে দেখলে এখন আর না চেনার ভান
সর্বদাই ব্যাস্ত দেখি কি ভীষণ কাজ
সময় পাল্টে গেছে ,পাল্টেছে সমাজ ৷
কোট,প্যান্ট টাই পরা ভালুক আর শেয়ালের গল্পের বই
এখন পড়ছি না আর ,রমলার বন্ধুদের সঙ্গে করছি হইচই ৷
-----------------------
রচনাকাল 1971 , পরিমার্জণা 11/5/2018