আমার ও ত ঘুম পায়

রাত্রির ঘনিষ্ট স্পর্শ সমস্ত গায়ে মেখে
শহরের ওষ্ঠ নাভি জঙ্ঘা সব ছুয়েঁ যাবো ।
মস্তান রাস্তাটার বুকের উপর আমি
আনন্দঘন জলসা ঘর পেতে দেবো ।
নারকেল গাছের মাথার উপর যখন
ফুটফুটে জ্যোস্নায় চাঁদ,
মাতাল হাওয়ায় ভাসে
আহা কি আনন্দ
আমারও ত হাতে আছে দূরন্ত স্কচ ।
বুঝতে পারছি পৃথিবী সত্যি ঘোরে
রাত্রির অন্ধকারে দিব্যি ভোলা যায়
দিনের জমানো দুঃখ ।
সমস্ত রাত্রি আমার ,রাত্রির সম্রাট আমি
জীবন শুধু ব্যর্থতা নয় ।
রাত্রির বুকে মুখ রেখে শহর ঘুমিয়ে আছে
জেগে আছে শুধু   নক্ষত্র আকাশের গায় ।
আমার ও ত ঘুম পায় কখন সকাল হবে
জেগে আছি সেই আশঙ্কায় ।


  -----------------------------