চাবুকের জন্য

চাবুকের শব্দে কাঁদি আমি সেই প্রিয়া
শরীরের ক্ষত নিয়ে যেতাম তিস্তায়
চাঁদনী রাত কাটে আয়েশে রঙীন
খুশীর তুফান ওঠে ভেসে যায় দিন ৷
তারপরে একদিন বারান্দায় ফেলে
সোহাগী রাতের চাঁদ সেও চলে যায় ৷

অতঃপর ফিরে আসি চাবুকের কাছে
সে এখন সন্ন্যাস নিয়ে পূজা পাঠে আছে ৷
আমাকে দেখেও যেন না চেনার ভান
দেবীর আসনে আমায় বসাতেই চান ৷

আমার শরীর ঘিরে বিদ্যুতের ঢেউ
রাতে আসে না ঘুম সঙ্গে নেই কেউ ৷
কুয়ো পাড়ে ঠান্ডা জলে স্নান করি রাতে
সারারাত জেগে থাকি ঘুমাই প্রভাতে ৷

ঘরের মন্দিরে আমার হয়েছে বিসর্জণ
চাবুকের জন্য কাদেঁ প্রাণ সারাক্ষন ৷


বিদ্র: "তবু দীপ জ্বলে না " (কবি সুমিত্র দত্ত রায়) বিতর্ক উপলক্ষে রচিত ৷
----------------------------