সবাই এগিয়ে যায়
এক সঙ্গে রাস্তায় নেমেছিলাম হাঁটতে
সকলেই এগিয়ে গেছে
আমি পিছনে পড়ে আছি একা
অনেক পিছনে বিপন্ন বিস্ময়ে ৷
একদিন কোন সমস্যাই কঠিন ছিলনা
একদিন কোন অঙ্ক ই শক্ত লাগত না
আজকাল হিসাবের খুব গোলমাল হয় ৷
এক দিন দারা ,পুত্র .কন্যা সবাই বাধ্য ছিল
আজ সবাই কেমন অচেনা মনে হয় ৷
একদিন দূর্গম পাহাড়ের চূড়ায় উঠেছি একা
আজ সবাই এগিয়ে যায়
মুখ থুবরে পড়ে যাই
পড়ে থাকি পিছে ৷
বিপন্ন হতাশ আজ
ঘরের কোনায় থাকি
ভীষণ একাকী ৷