এসো মা জননী
পথেতে এখনও বুভুক্ষু শিশু কেঁদে কেঁদে ঘুম যায়
জননী তাহার শিয়রে বসিয়া চিন্তাতে নিরুপায় ।
আলোর পিছনে জমা হয়ে আছে অনেক অন্ধকার
সেখানে এখনও কেউ যায় নিকো রয়েছে বন্ধ দ্বার ।
এদের দুঃখের ইতিহাস লিখে কতকি খেতাব পায়
পন্ডিত গুনী মানীদের কিছু এদের দিয়েই আয় ।
আসেনিকো আজো এমন দিনটি প্রতিবাদ সবে করে
ভেঙ্গে চূরে দিয়ে কেড়ে মেরে নিয়ে নিজের পেটটি ভরে ।
এসো মা জননী বরাভয় দাও নূতন শারদ দিনে
দূর্ভাগা যতো তোমার আশিসে পথটাকে নেবে চিনে ।
রচনাকাল : ১০/৮/১৯৭০