আকাশের ডিউটি
তখন বোয়িং ৭০৭ ছিল , ভিতরে অজন্তা ইলোরা
এবং জলসাঘরের মেলা ;
রবিশংকরের সেতারের স্বর্গীয় সুর
কী রাগে বাজছে ?রাত মোটে ন' টা ৷
হংকং, ব্যাংকক হয়ে কলকাতা মুম্বাই
বিমানবালার ওষ্ঠে হাসি লেগে আছে ,
সুগন্ধী রূমাল,টফি,খাবারের ট্রে ৷
টারম্যাকের নীল মায়াবী আলো নীচে থাকে
চিতাবাঘ লজ্জা পায় বুলেটের গতি
অবশেষে চাকাগুলো ঢুকে যায় ,ডানা দেয় মেলে ৷
মেঘের রাজ্য পাট নীচে ফেলে
ছুটে চলে তারাদের দেশে ৷
দুঘন্টা স্বপ্নের পাড়ি খানাপিনা কগন্যাক ৷
ছত্রিশ হাজার ফুট নীচে
পৃথিবীটা ঘুরছে ;
যাত্রী নাবিক আর বিমানসেবিকা
শুল্ক মুক্ত কেনাবেচা চলছে অবাধ ;
অন্তরঙ্গ মুহূর্তের দু ঘন্টা বিলাসী জীবন
বারবার যাওয়া আসা সে রঙীন দিন
ধরা থাকে চিত্রপটে ৷
এখনো দেখতে পাই মনে হয় এই ত সেদিন ৷