সর্বহারার স্বপ্ন

চৌত্রিশ বছর ত কম নয়
ক্ষমতার দুর্গে থেকে শুধুই শোষণ ৷
সর্বহারা দিয়েছিল রক্ত প্রতিদান
'গনতন্ত্র জিন্দাবাদ' শুধুই স্লোগান ৷

রাজকাজ সোজা নয় ;
কথার মারপ্যাচে আর ফুলিয়ে ফানুষ
স্বপ্ন দেখানো যায় ,
মিছিলে হাটানো যায় গরীব মানুষ ৷

কারখানা,আদালত,শহর,বাজার,
বিদ্যালয় বন্ধ,প্রতিদিন ;
রাস্তায় ক্রিকেট ,তাস,
সুনশান রাজপথ ;বড়ই দুর্দিন ৷
অলস বাঙ্গালী তার যৌবন
শেষ করে তাস পাশা খেলে
যুক্তিতে ক্ষুরধার ,বেকারীর যন্ত্রনা অক্লেশে ভোলে ৷

দিল্লী,মুম্বাই,ব্যাঙ্গালোর,
চেন্নাই সবাই এগিয়ে যায়
কটক,ভূপাল,পুনে,পাটনাও
ডাক পায় জগৎ সভায় ৷
বাংলা পিছিয়ে থাকে
মার্কস আর লেলিনের অন্ধ মায়ায় ৷
স্বপ্ন জেগে থাকে তবু
সর্বহারার বুকে
কাস্তে হাতুরী তাঁরায় ৷