দৌড়তে হবে সারাটা জীবন
ভাবতে ভালো লাগে এখনও দৌড়ে টিকে আছি
বারবার দল ছেড়ে গোত্তা খেয়ে বাইরে যাচ্ছি
আবার হাত পায়ের ধূলো ময়লা ঝেড়ে
বিষণ্ন অপমানের গ্লানি অপবাদ মুছে
তৈরী হই পরবর্তী যুদ্ধের জন্য ।
আমাদের হতে হবে একজন রাজা বা উজীর ।
সহকর্মীরা পৌছে যাচ্ছে নির্দ্দিষ্ট বাতীঘরে
তারা এখন রাজা বাদশা বিশাল সাম্রাজ্য
চোখে অবজ্ঞার হাসি,আঙ্গুলের ঈশারায়
মারছে গন্ডার এবং হাতী ।
আমরা তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র
দৌড়ে পিছিয়ে আছি ,কয়েক যোজন দূরে ।
এখনও মোহভঙ্গ হয় না
এখনও দৌড়তে হবে সারাটা জীবন ;
এখনও ভাবতে ভালো লাগে
আমি ও পৌঁছে যাবো ঐ বাতী ঘরে
রাজা উজীর হবো মারবো হাতী ঘোড়া ।
এই পিচ্ছিল স্বপ্নের পিছে পিছে
চোখ বনধ করে এগিয়ে যাই
তৈরী হই
পরবর্তী সাক্ষাৎকারের জন্য ।
রচনা : ২০০২ সালে