দোষ দিও না
পাড়ার বেকার যতো ক্লাবে থাকে দিনরাত
এদের মাথায় রাখলে গণতন্ত্রে বাজিমাত ।
বছর বছর দাও দুই লক্ষ অনুদান
তাস,জুয়া মদ জুড়াক ওদের প্রাণ ।
বেইমান নয় এরা মারবে ছাপ্পা ভোট
ক্ষমতায় আসা যাবে খসুক না কিছু নোট ।
পাড়ায় পাড়ায় রাখো গুন্ডা আর তোলাবাজ
পার্টীর তহবিল ভরাটাই মূখ্য কাজ ।
দিল্লী দেয়না টাকা উন্নয়ন হবে কিসে ?
বড় লোকের ঘাড় মটকাই দোষ দিও না মিছে ।