হিংসার রাজনীতি
এসো আমরা ব্রিজ খেলি জানলার পর্দা দাও টেনে
নিশ্চিন্তে ঘরের কোনে বন্ধুদের সঙ্গে হোক
ঠান্ডা শ্যাম্পেন ৷
রবীন্দ্র সঙ্গীত বাজুক আমাদের অতিপ্রিয়
শ্রাবণী সেনের
কলকাতা উতরোল বাইরে রেখোনা পা
ঘরে এসে বসো ৷
হিংসার রাজনীতি ক্ষমতার উল্লাসে কাঁপে চারিদিক ৷
অস্হির হাওয়া পোড়ে, মাংসের গন্ধে বারুদের ঘ্রাণ
তাড়াতাড়ি ঠিক করো কোন বাজী ধরা হবে আজকে খেলায় ৷
লেনিনের মন্ত্রশিষ্য ,মমতার উন্নয়ন ,
কথার ফানুষ ৷
ময়দানে জমায়েত,
অস্ত্র হাতে বিক্ষুদ্ধ লক্ষ মানুষ ৷
আন্দোলন,ধর্মঘট সব কিছু পরে থাক
এসো আমরা বন্ধ হই ঘরের কোনায় ,
মুরগীর কোপ্তায় শ্যাম্পনের হুল্লোড়ে ঘর ভেসে যাক ৷