প্রতারণা
খবরের কাগজে প্রতিদিন বিজ্ঞপনের বাহার
আপনার ভাগ্যের চাকা ঘোরাবে জ্যোতিষী ও তান্ত্রীক
বিদ্যা ,বিবাহ ,বাস্তু ,ব্যাবসা যে কোন সমস্যায়
পঞ্চমূন্ডী যজ্ঞ তন্ত্র মুক্তি দেবে সব গ্রহ দোষ
সমাধানে সিদ্ধহস্ত ।পাবে ঈশ্বরের সন্তোষ ।
চেম্বার খুলেছে অনেক শহরে রমরমা কারবার
সেরা ডাক্তার ও লজ্জা পাবে অর্থ ও যশ দেখে ৷
মানুষ এত অসহায় অজ্ঞ . ধাপ্পাবাজীতে ভোলে
এদের কথার মারপ্যাচ চোখের ইঙ্গিত সব গোলমেলে ৷
ধর্মের ব্যাবসায়ী এরা সব পাপ করে অনায়াসে
চ্যালেঞ্জ দিয়ে প্রতিকার করে তাবীজ কবচ ও পাথরে ৷
দুহাতে লুটে নেয় সর্বস্ব যেখানে সুযোগ পায়
বাত ,সুগার, ক্যান্সার সব ভালো করে দেয়
মিথ্যে প্রবঞ্চনায় ৷
রাশিফল, ঠিকুজী-কুষ্ঠী ,ভাগ্য গননা সব ছলনা ,
দুর্বল অসহায় মানুষের সঙ্গে এক নিষ্ঠুর প্রতারণা ৷
-------------------