সমালোচনা
ভীষণ অবাক হই কবিতার সাদামাটা শব্দ ঘেঁটে ঘেঁটে
কেউ কেউ তাকে নিয়ে যান পরাবাস্তব বিজ্ঞানে ।
পারমানবিক ফিউসন কিংবা আপেক্ষিক বাদ
নিতান্ত তুচ্ছ হয়ে যায় ,দেখে
সমালোচনার উত্তুঙ্গ বাহার ।
কবি ঈশ্বর নন অথবা আইনস্টাইন
আপনমনে সৃষ্টি করেন বোধ ও চিন্তন ।
কখনও ব্যক্তিগত অভিজ্ঞতা কবিকে নাড়া দেয়
হৃদয় নিংড়ে তিনি সৃষ্টি করেন এক রক্ত গোলাপ ।
কখনও নেহাতই তুচ্ছ এক ভাল লাগা
নয়ত কোন গোপন দুঃখ অসময়ে হঠাৎ মনে পড়ে ।
এখানে প্রেক্ষাপট ন্যায়শাস্ত্র নয় কিংবা কোন
অলীক জীবন দর্শন ।
কবি এক রক্ত মাংসে গড়া অতি সাধারণ
তাকে বাঁচতে দাও তার নিজস্ব নিয়মে
অলৌকিক জটীল মনস্তত্ত্ব দিয়ে
তার সৃষ্টিকে কোর না আর নীরস ভঙ্গুর ।
----------------------------