দাবদাহ ।

১০৭ ডিগ্রির অসহ্য কলকাতা রাস্তার পীচ গলে মরীচিকা দেখি ।
মানুষের ভিজে জামা ঘামে দুর্গন্ধ বাসে ট্রেনে ভীড়ে মাখামাখি ।
অসহ্য যন্ত্রণার শেষে একদিন রাগী মেঘ কালবৈশাখী এসে যায় ।
ঝড়ের তান্ডব এবং জলের ফোয়ারা ছোটে আকাশের বাধঁ ভাঙ্গে ।
বাজ পড়ে, গাছ ভাঙ্গে, ট্রেন থমকে যায়, রাস্তায় এক হাঁটু জল ।
ঝড় বৃষ্টি থেমে গেলে স্বস্তি প্রশান্তি আসে পৃথিবী আবার শ্যামল ।
ফুটফুটে বিড়ালের বাচ্চাটা আনন্দে খেলা করে শিকারে মশগুল ।
তোমার সজল স্মৃতি চন্দন বনে এসে তুলে যায় ঝড় ।
বড় ভাল লেগে যায় গ্রীষ্মের দাবদাহ এখন অতীত ।

১৯৭১