ঈশ্বরের সমাধি
ঈশ্বরের অস্তিত্বকে নিষাদের তীর ছুড়ে
মনের জঙ্গলে আমি শেষ করে দেব ৷
আর যেন বারবার লোভে কিংবা অনুরোধে
তোমার সত্বাকে আমি কিছুতে না মানি ৷
প্রকৃতির রহস্য আজ কিছু বাকি নেই
তবে কেন অহরহ মিথ্যে সংশয় ?
বিজ্ঞান আর যুক্তি দিয়ে সমস্ত খন্ডন
ভগবান কল্পনায় অর্বাচীন মন ৷
ঈশ্বরের অস্তিত্বকে মনের জানালা দিয়ে
ঠিক আমি ঠেলে ফেলে দেব ৷
প্রতিটি মুহূ্র্ত্তে নত আমার ব্যক্তিত্ব
কাল্পনিক পায়ে কেন মিছে মারা যাবে ?
মিশরের পিরামিডে ঈশ্বরের কবরের করেছি বিধান ৷