বড় হয়ে গেছি
সেদিন ও সবাই বলতো আমায় ছোট
অথচ আজকে বড় হয়ে গেছি দেখ ।
একটা কিংবা কেটেছে বর্ষা দুটি
বড়রা এখন বলছে আমায় 'তুমি'
রাস্তা বাজারে ডাকছে না কেউ 'খোকা'
'আপনি',বড়দা সসন্মানে ডেকে
রাজনীতি আর আধুনিক নানা কথা ।
ভেবে ভেবে মাঝে হাসিটা চাপছি আমি
কলেজে যাচ্ছি গোঁফ দাড়িঁ কাটি রোজ
ভারী ভারী সব বিদেশী পড়ার বই
কবিতা কখনও লিখি চুপিসাড়ে বসে বসে
আধুনিক কোন মেয়ে দেখলেই ।
পাড়ার শিশুরা তাইতো বলছে 'দাদা'
অথচ এসব কখন কিভাবে হলো
জানিনা কিছুই ;কেন যে হলাম বড়ো ?
রচনাকাল : ৩/৯/১৯৭০
-------------------