হাতে নীল ধোঁয়া
মিনিবাসের ড্রাইভার পয়ত্রিশের যুবক
বাহাতে স্টিয়ারিংয়ের মস্ত বড় চাকা
অনায়াসে গাড়ী ডানদিক বামদিক করে
কলকাতার কাধঁ নেড়ে কলকাতার বুক চিড়ে
উন্মত্ত ষাঁড়ের মতো চলেছে ধীরে ধীরে ৷
বুকের ছাতি বত্রিশ ইঞ্চি হাতে নীল ধোঁয়া
ফুসফুস ঝাঝঁরা করে হাসছে অহংকার
পখযাত্রী সন্ত্রস্ত ভীত বাস রাস্তার
সার্জেন্টের লাল বাইক নিয়ম রক্ষায়
চালান বানিয়ে ফাইন কখনও বা এসে যায় ৷
ট্রাম লাইনে সূচিবিদ্ধ রাস্তা এফোঁড় ওঁফোড়
মস্ত অজগর ট্রাম দাড়িয়ে ঘন্টার উপর
বাস দাড়িঁয়ে হাঁপায় ছুড়তে থাকে বিষাক্ত ধোঁয়া
যাত্রীরা হাপাঁয় গ্যাস চেম্বারে মৃত্যু প্রতিক্ষায় ৷
ড্রাইভারের হাতে জ্বলছে বাঙ্গালী অহংকার
গলা ,ফুসফুসে, স্তনে ক্যানসারের চীৎকার ;
কারো পরিত্রাণ নেই অবস্হা বড়ই সঙ্গীন
কলকাতা তোমার পরমায়ু আর কত দিন ?
------------------
রচনা ২০০২ সালে ,সম্পাদনা/ পরিমার্জন ১৪৷৪৷২০১৮