বিচার নেই
আইন আছে বিচার নেই এটাই ভারতবর্ষ
যতই ঘোটালা করো ,যতই আইন ভাঙ্গো
আইন ঘুমিয়ে থাকে,এ এক অলীক রহস্য ।
সারদা নারদা বোফর্স যত কেলেঙ্কারী
শাস্তি কারোই হয় না বিচারের ভেকধারী ।
দায়বদ্ধতায় বেঁধে দাও ,উপর থেকে নীচ
অসম্বব সম্ভব হবে জানিও নিশ্চিত ।