আসামের বাংগালী

নাগরিক পঞ্জীকরণ ,সরকারী  মূল্যায়ন
আসলে ভাষিক সংখ্যালঘূ নির্মূলীকরণ
বাংগালী বিদ্বেষী 'আসু' হয়েছে উপদেষ্টা
লক্ষ লক্ষ বাংগালী আসামে আজ রাষ্ট্র বিহীন ।

উচ্চতম ন্যায়ালয় শিখন্ডী দাঁড়িয়ে
স্বার্থান্বেষী রাজ্য সমন্বয় ঘিরে
চাতুরীতে  বানাচ্ছে এক মিথ্যে দস্তাবেজ
বাংগালী মানেই বিদেশী উড়ন্ত কালো মেঘ ।
সরকারী আদেশনামা মানছে কজন আর
হাজেলা আর আসু মিলে করছে সবার বিচার ।
বহিরাগত তকমা নিয়ে থাকতে হবে সুখে
ভারতবর্ষ দেবে না তোমায় নাগরিক অধিকার ।

ঘুঁটে পুড়লে গোবর হাসে প্রতিবাদ কোথায় আজ
দুঃসময়ের প্রহর গোনে বাংগালী কাঁদছে বসে
আসাম শুধু ভূমিপূত্রদের বলে গেছে বরদোলৌ
সত্তর বছরের বিষবৃক্ষ দেখাচ্ছে বিষদাঁত
বাঙ্গালী সবাই একযোগে আজ দিতে হবে প্রতিঘাত ।