যু্দ্ধক্ষেত্র
রণক্ষেত্রে কৃপা নয় অব্যর্থ লক্ষ্য চাই, হিংসার আগুন
অধর্ম তা যুদ্ধে নেই শাস্ত্র্রের ব্যখ্যা তুমি যতই শানাও ৷
যুদ্ধে রথের চাকা বসে গেলে
অসহায় কর্ণ কৃপা ভিক্ষ চায় ,
শাস্ত্রের অব্যয় বাক্য ,
বিপন্নকে শত্রু হোক .মারা অনুচিত ৷
কর্ণের চক্রব্যূহে ,সপ্তরথী ,সবে মিলে অভিমন্যু মারে ৷
বালক যোদ্ধাকে ওরা অসহায় একা পেয়ে মেরেছে নির্মম
'তখন কর্ণের এই ধর্ম বোধ কোথা ছিল ' কৃষ্ণের উক্তিতে
অর্জুণের আঞ্চলিক অব্যর্থ্য লক্ষে গিয়ে কর্ণ মাথা কাটে ৷
কৃষ্ণ জানে যুদ্ধ এটা ,শত্রুদের মারা চাই যে ভাবেই হোক
যুক্তি সেটা হোক নির্দয় সম্পূর্ণ বা হোক ভুল তবুও সঠিক ৷
অধর্মের প্রতিশোধ অধর্মেই হবে যুক্তি এটা নয়
তবুও সার্থক কৃষ্ণ ,অর্জুনের,বাণ ছোটে ত্বরিত গতিতে ৷