ফের যুদ্ধ

বুলেটের শব্দে শব্দে জর্জরিত আকাশ বাতাস
হঠাৎ ঝড়ের মতো সি আরপির বুট গুলো রাস্তা ভেঙ্গে আসে
ভিখারিণী বৃদ্ধা তার পয়সার বাটী ফেলে নিঃশব্দে পালায় ।
চতুর্দিকে মৃত মানষ ,দুদশটা আর্তনাদ কান্নার আওয়াজ ।
আমরা অন্ধকারে হামাগুড়ি দিয়ে পলাতক হই
কোনক্রমে শেষ ট্রেন ধরে যাই মোগলসরাই
হাসতে হাসতে ক্লান্ত শরীরটাকে কোনমতে টেনে
চলে যাই দূর থেকে দূরে গ্রামের ভিতর ।

তাতারসির গান ধরেছে শীতের উজ্জল সকাল
আমরা পৌঁছাই শেষে আমাদের গোপন ডেরায় ।
আমরা ঘুমিয়ে পড়ি মৃত্যুর ছোবল থেকে নূতন জীবন
সিআরপি র জীপ গুলো দিন রাত শহর দাঁপায়
অত্যাচার নির্মম প্রহারে ভাঙ্গে বাঙ্গালী বিপ্লব ।
আমরা তৈরী হই আবার আমাদের গোপন ডেরায়
ফিরে যাবো দল বেধে ফের যুদ্ধ হবে নূতন আশায় ।

৮/২/৭২
#নিখিলরঞ্জনবিশ্বাস #
https://www.facebook.com/panihaty