বাংলা  দেখাবে পথ

এক সময় এই বাংলাই ছিল
পথপ্রদর্শক সব ব্যাপারেই
পঞ্চাশ বছর আগে ও ।

ডান ও বাম নেতাদের সস্ত্রাস
অশিক্ষিত বর্বর কিছু নেতা
লাজ লজ্জাহীন ডাকাতের সর্দার
মধ্যগগনে আজ ।
বাঙ্গালীর দিন তাই  বড়ই লজ্জার ।

সারদা  নারদা রোজভ্যালী
সাধারণ মানুষের ভরাডুবী
গনতন্ত্রের গলা টিপে ভোট প্রদর্শন
প্রকাশ্য দিবালোকে খুন হয় প্রার্থী,
হুমকি দেন রাজ্য সভাপতি
বিরোধীশূন্য হয় পঞ্চায়েত রাজ
ভোট শুধু থেকে যায় এক মস্ত প্রহসন ।


নির্বাচন কমিশন এক  ঠুটো জগন্নাথ
নবান্নের নির্দেশেই ঘটে সব অপরাধ ।
পুলিশ প্রশাসন  করে উৎপীড়ন
মানুষের অধীকার সমস্ত হরণ  ।
সামান্য পঞ্চায়েত নিয়ে
এত যুদ্ধ এত রক্তক্ষয়
৩৫৬ ধারা কি উঠে গেছে আজ ?
রাজ্য সরকার তাই মস্ত রংবাজ ।

প্রধান মন্ত্রী হওয়ারও সখ
আছে ষোলআনা
ছলে বলে কৌশলে নেই পরোয়ানা
সমস্ত সুবিধাবাদী অসৎ নেত্রীবৃন্দ
একজোট
হিংসায় দিক্ষা নিয়ে বাংলা  দেখাবে পথ
কাশ্মীর থেকে কন্যাকুমারী বেঁধেছে মহাঘোট ।