বাংলা ভাগাড় আজ
ভাগাড়ের মাংস নিয়ে এত হৈ চৈ ?
পার্ক স্ট্রীটে অর্কেষ্ট্রায়
আধো আলো আধো অন্ধকারে
আধা ন্যাংটো সুন্দরীর
নাচের ছন্দে বাজে রোজ
সিনেমা সঙ্গীত ।
মৃত পচা কুকুর বেড়াল
গরু মোষ হাঁস মুরগী
সবই বেশ উপাদেয়
সঙ্গে থাকে পানীয় রঙীন ।
বিরিয়ানীর রমরমা
শহর গ্রাম প্রান্তর
সুগন্ধে ভেসে যায়
গন্ধে ম ম করে
নর্দমার ক্লেদ
কোথায় ভাগাড় ?
ভাগাড় আজ সব খানে
শুধু দেখো চোখ খুলে ।
ডাক্তার হসপিটাল
জ্যোতিষী ,পুরোহিত
রাজনীতি নেতা মন্ত্রী
সব ভাগাড়ের পচা মাল ।
বাংলা ভাগাড় আজ
বেঁচে আছে লজ্জায়
ভাগাড়ের অংশ হয়ে
ভাগাড়ের মাংস খেয়ে
পরিতৃপ্ততায় ।