বাংগালী
বাংগালীরা শুধু করে ,পর নিন্দা আর পরচর্চা
বারো মাসে ছাব্বিশ পার্বণ ,খাওয়ায় অনেক খরচা
প্যান্ডেল সজ্জায় প্রতিভার ক্ষয়
পরিশ্রমের কাজে অনীহা ,ভয়
ক্লাব নাটকে মশগুল থাকে ,করে না শরীর চর্চা ।
বাংগালী মানেই তর্কবাগীশ সব জান্তার পোঁ
আমদানী করা রাজনীতিতে ভীষণ তাদের গোঁ
ভিয়েতনামে বৃষ্টি হলে
কলকাতায় ছত্রি খোলে
দিল্লী যেমন বলে বলুক বাংলায় উল্টায় থো ।