আলবার্ট আইনস্টাইন

মিশরের মানুষগুলো এত কদর্য এত দুষ্ট পাঁজী  !
নরক থেকে বস্তা বন্দী হয়ে এখানে হাজির ।
শ্রীলংকার লোকগুলো নোংরা আবর্জণায়
শরীরে ছুঁছোর গন্ধ  থাকে শুয়ে রাস্তার কোনায় ।
প্রসাধন খাওয়া দাওয়া নেই বললে চলে
প্রয়োজন অতি কম  কাজ করে না কলে ।
চীনের বাচ্চাগুলো উদ্যমহীন কুঁড়ে
গরু ও ভেড়ার সাথে থাকে ফুর ফুরে  ।
এসব কথা আমার নয় বা আজকের নয়
বলছি সে কথা পরে ।
চীনা নর ও নারীর শরীর প্রায় এক
বুক কিংবা পশ্চাৎদেশে নেই রকমফের ।
পুরুষ চীনারা কিন্তু ভীষণ কামুক
রমণী মুঠোয় পেলে এক টানা সুখ ।
এসব গূঢ় কথা বহু বছর আগে
লিখেছেন আমি নই
স্বয়ং আলবার্ট আইনস্টাইন ।