চতুর্দিকে অগ্নুৎপাত

চতুর্দিকে অগ্নুৎপাত লাভা গালা গলিত তরল
রাত্রির অন্ধকারে নক্ষত্র সাক্ষী রেখে যুবকের লাশ ৷
কর্কট বেধেছে বাসা সমস্ত রক্তকে আজ পাল্টে দিতে হবে
নকশাল বাড়ী থেকে আদর্শের হাতছানি তোমার সম্মুখে ৷

তোমার যুবক মন ধনুকের মতো বেকে ভ্রু কুঞ্চিত করে ৷
দারিদ্রের মধ্যে বাড়া অসমাপ্ত শিক্ষা নিয়ে তুমি বিপ্লবী ,
আজন্ম অবহেলা উন্নাসিক  অপমানে ক্লিন্ন হয়ে আছো ৷
সম্রাট সমাজ তোমায় কী দিয়েছে ?
কী কর্ত্তব্য ভেবেছো কখনও ?
চতুর্দশ নীতি নিয়ে সাহিত্যের আন্দোলন রাজনীতি থাক
তোমার বাচাঁর জন্য আলোর ঝর্ণাধারায় একটা আকাশ ৷

এভাবে কী বাঁচা যায় ?হাড়পেশী বারবার বিদ্রোহ জানায়
তুমিত অভাবে ক্লিষ্ট ,কল্পনাবিলাস তোমার মুহূর্ত্তের নয় ৷
পুলিশের বেয়নেট রাজপুত্র রাজপথে গড়াগড় যাক
রক্তের হিসাব তারা বুঝে নিক
আদিবাসী যুবকেরা হয়েছে উন্মাদ ।


নিজেকে সাজিয়ে তোল পরিপূর্ণ রূপে রসে সুস্হ জীবন
তখন বিপ্লবী তুমি আদর্শের ঘেরা টোপে  হবে না বিলীন ।
সংস্কৃতি বয়ে যাক শিক্ষার রাজপথে আলো জ্বেলে দিক
মহান আদর্শ নিয়ে অলীক চেতনা তোমায়  দেখাবে সঠিিক ।


----------------------
রচনকাল 14/9/1971 , সম্পাদনা 15/4/2018

------------------------