তারপর?
তারপর তোমার আমার ব্যবধান
কয়েক গজ হয়ে কয়েক আলোকবর্ষ;
তোমার দেহে প্রতিফলিত আলো
পৌছায়নি আমার দৃষ্টিতে,
তোমার সিক্ত হাত
স্পর্শেনি আর,
আমাকে।
শুধু
তুমি বললেই
এই আলোকতৃণ সন্ধ্যায়
মেরে ফেলব আমার নিছক অনুভূতিগুচ্ছ;
এতে নেই আক্ষেপ, নেই হারাবার কোন ভয়
এ প্রণয়ে মেলেনি তোমার স্পর্শ,
মেলেনি ছোঁবার অধিকার;
মিলিয়ে গেছে অচিরেই
তৃষ্ণাক্লান্তির অনুরণন,
এভাবেই।
শুভনী,
আমি পড়ে রব
সেই মৃত প্রণয়ের
হিমায়িত লাশ আঁকড়ে,
দিব্যি কাটিয়ে দেব
অনন্যচিত্ত নদরা,
আক্ষেপ নেই!