সকালের রৌদ্রের মিষ্টিঘ্রাণে
তুমি আর আমি একা,
কাশফুল বয়ে যায় সুপ্ততাসে
অবাকচোখে দেখা!
অশ্বিনীর ধারে গাইবে তুমি, অনুভুতি-কথা
নির্জন রোহিণীতে চাইবে তুমি, অচেনা আলোয় গাঁথা
বাদল যদি গর্জে উঠে, ধরে রেখো আমায় জড়িয়ে
দুহাত দিয়ে আগলে নেব, বিপত্তি সরিয়ে
আকাশভরা তারার মাঝে বেলা যাচ্ছে ধীরে গড়িয়ে
শ্রাবণের মিষ্টি সন্ধ্যা আমার, সিতারাকে নড়িয়ে
হাঁটতে রাজি গন্তব্যহীন যেন আছ তুমি পাশে
পাহাড় বেয়ে নামছে স্নিগ্ধতা গোলাপের সুবাসে!
(১৫.০৫.২০২৩)