❝ বৃষ্টির নিচে উজার করে দিচ্ছে প্রেম, এক প্রেমদল।
দুরত্ব কোন বাধা নয়।
একই বৃষ্টি, দু'ধারে ভাসিয়ে দিচ্ছে।
যখন প্রেমিকের কথা প্রেমিকার কাছে পৌছে না — তখন বৃষ্টি তাদের বাহিকা!
যেন আমি বৃষ্টি ছুঁয়েছি মানে, আমি তোমায় ছুঁয়ে দিলাম
দূরত্ব কোন বাধা নয়,
ভালবাসতে কাছে আসতে হয় — এমনও কোন কথা নয়
আকাশ সবার কাছে,
ঠিক যেমন ঘাস ফুল
পদতলে চাপা পড়ে থাকে, প্রেমের মতো!
হয়তো দূরত্ব আসলেই কোন বাধা নয়,
আর দূরেই বা কবে ছিলাম আমরা?
কই, কাছেই তো আছি
একই আকাশের নিচেই তো আছি।
হুড়মুড় করে নামলে বৃষ্টি, সেও কাছে আসে... ❞
_____
আমায় এখন ডাকছে সে, ভিজবে সঙ্গে তাই
তবে চুপটি করে একটা কথা, তোমায় বলতে চাই
— বলুন মেঘসাগরের কবি, শুনতে চাই!
আসতে দুজন নামল বৃষ্টি, একটু জোরে আরও
কেন বৃষ্টি নামলো জোরে, বলতে কি কেউ পারো?
— এখানে আমি একা রয়েছি, কেউ কিভাবে বলবে শুনি?
তবে তুমি কি বলতে পারো, মেঘসাগরী?
— উহু, কিন্তু কেন তা কি জানতে পারি?
কেননা বৃষ্টি আজ ছুঁয়েছে প্রেয়স, আর প্রেয়সী ছুঁয়েছে তাকে
একটা কথা বলব বলে, আঁকছি রঙ্গিন বাঁকে
মেঘসাগরী, শুনতে চাও?
— জি, শুনতে চাই
হতে কি চাও পাহাড়ের গায়ে গেঁথে থাকা কোন রজনী
নাকি হতে চাও হাতে লেগে থাকা
রেণুসুবাসীর মতো সুবাসী?
নাকি হতে চাও বাতাস?
তবে উড়িয়ে নিয়ে যাও আমায়,
আমি তো উড়ে-ভেসে হারিয়ে যেতে চাই
বহুকাল ধরে, অসম্ভব প্রেমতৃষ্ণায়
— " আমি হতে চাই এক কাশফুল,
যার সুঘ্রাণ থাকবে, অনন্য রকম!
নয়তো হয়ে যাই কোন প্রজাপতি, পাখির মতো?
যদি হতে পারতাম আকাশ, তবে
এ বাতাসও আমার হতো,
এ পৃথিবী, মাঠ, মেঘদল
আর তুমি!
যদি আকাশ হতাম, তবে
তোমার মেঘসাগরী পাড়ি দিত দীর্ঘ মেঘসাগর,
ছিনিয়ে আনতে পারত তোমায়
তার নিজের কাছে। "
— মেঘসাগরের কবি
আমি তোমার, কবিতা হতে চাই!