তোমার অহেতুক প্রমাদ
যার অহংকারের বিচ্ছেদ,
এই খামখেয়ালি মনোভাব কিংবা
পারস্পারিক বিভেদ,
ছিল কি তাদের খুব প্রয়োজন?
শোন
আমার দেয়ালিকা,
ওখানে লেপে দেওয়া আছে
অনেক অশ্লীল কষ্টের ছাপ,
এতদিন হয়তো মুক্ত স্নায়ু
সাড়া দেয়নি তোমাকে,
তারা যেন আজ
দ্বার খুলেছে,
তোমাকে ফিরিয়ে নেওয়ার অবিচলিত অতটে,
আমার থেকে;
তুলেছে আমাদের সম্পর্কে প্রহেলিকা
বহুকাল ধরে!
স্নায়ুরুদ্ধ নিরাশী,
আর কত নিরাশ করবে?
আমি কোন অনুভূতিহীন আকাশ,
অসীম ভ্রমবিলাসী!
তুমি জানো না আমি আকাশ দেখি অবিকল সেই আগের মতো
রঙ তার অধরা হতে বদলে চলেছে আয়েশী কালো,
তুমি আমারে ভুলেই যাও, বোধহয় এতেই তোমার ভালো?
আমি নিকৃষ্ট এক পুরুষ, আমায় তীব্র ঘৃণা ঢালো!
— এখানে মেঘ নেই!
আমাদের ছদ্মধারী আলোর প্রতিধ্বনিতে অনুরণন,
দেখতে পাওয়া হেয়ালিকা — আমাদের কাছে ডাকে
নিয়ে যায় কালোকিরণ গহ্বরে;
এখানে তোমার ছায়া
প্রায় কায়াহীন!
নমনীয় সৌরভ ভেসে ওঠে এখানে
অচেনা বিভীষিকায়
এখানে ভৈরবী প্রচ্ছায়া, শিমুলের ন্যায় শীতলস্পর্শী;
আর মাত্র কিছু প্রহর,
তারপর হব অসীম
আমাদের জন্ম হয় বিচ্ছেদে,
অনুরক্তি জন্মে অবশেষে, যখন সবকিছুই শেষ
কেউ আমারে বলেনি,
"হয়তো সব এখনো শেষ নয়,
হয়তো আরো কিছুটা পথ — বাকি..."