যেদিন আমি তোমায় দেখি
প্রথমবারের মতো,
জানিনা কি এক অজানাভূতিরা
জাগান দিলো
তুমি আসবে বলে বৃষ্টি আজও
অপেক্ষায় রবে,
জানিনা কবে বৃষ্টিভেজা
সকালের সঙ্গী হবে
অনামিকা!
কাঠফাঁটা রৌদ্রের মাঝে তুমি
একটুকরো মেঘ,
ঘাসফুলের মাঝে বইছে বায়ু
জমছে আবেগ
তুমি আসবে বলে বৃষ্টি আজও
অপেক্ষায় রবে,
গোলাপের সুবাসে বৃষ্টিভেজা
সকালের সঙ্গী হবে
— অনামিকা!
তুমি আজ মেঘ দূরপ্রান্ত দ্বারে
— অনামিকা!
তুমি আজ জলস্রোত অগোচরে
যেথা,
ছুঁতে পারব না আমি তোমায়
মোছাতে পারব না তোমার চোখের অশ্রু
দিন শেষে প্রহর গুনলে
দেখতে পাবে অজানা কিছু
(০১.০৪.২০২৩)