এক জ্যোৎসা রাতে আকাশের তারার সাথে কথা বলছিলাম
ভালোবাসার পূর্ণ নদী তখন জোয়ারে ভাসমান
দিগন্তে তখন জনমানবহীন শশীর খেলা।
ক্ষুধাতূর মন হন্যে হয়ে খুঁজেছিল একটা নরম মিষ্টি মন
ভালোবাসার বসন্তে ফুলেরা হাসছিল তখন চাঁদের কণায়।
মনের আকাশে প্রবল ঝড় এক সুগন্ধি সরোবরে আবৃত মনপাখি উড়ছিল ডানামেলে ফাগুনের মেলায়
অসীম তৃপ্তির সুরে মন ছুঁয়ে যায় সেদিন ইথারের ডানায়, বুঝিনি হয়তো বা বুঝতে চাইনি এ খেলা
চলবে অন্তত অবিরাম।
ভূমি আর গগনে তখন প্রকল্পিত বাতাস
মিশে যায় ধুলিকনা পবন সাথে, ভূতলে ফিরে আসে
ধূলি পবন চলে যায় মিটায় তার আশ
বহুদিন পরে বুঝেছি সে ভাষা হারায়েছি সহস্রদিন।
এখন আর উঠে না ঝড় নিভৃতচারী নিরশার ডানা
স্তব্ধ পুলকিত এসেছে বৈরাগ্য বিবাগী মন
অজানার রথ উঠে পাড়ি দেই কখনো অসীম নিশানায়
আজ এক ক্লান্ত পথচারী হিসাব মিলাতে পারি না সব।