অপেক্ষার বাঁধ ভাংগে
নরম কথার স্বর পাল্টে
মধুর মরমি কন্ঠের জড়তা সরে
উষ্ণ পবন চলে পাশে পাশে
হেরে যাওয়া মনটার অভিমান বাড়ে।
কলমির কানে দুল
পাখির কণ্ঠে সুমধুর সপ্তসুর
তৃপ্ত করে শ্রবণখণে মনের জানালা পাশে
সুবাস শিশিরে মুক্তার নয়ন খোলে
মুঠো মুঠো রোদ সোনা রঙে নীলাকাশ জুড়ে।
অনুভূতির শিহরণ আদর আতরে
সাদা মেঘের ভেলা অবনীর মুকুটে
বৃষ্টির ছোঁয়া লেগে শিউলী ঝরে
কেউ তারে কুড়িয়ে নেয় দেবতা পুঁজিবারে।
রাখিনি তারে ডালি ভরে
চরণ পরশে ধন্য কুসুম
সার্থক জীবনখানি উপাচারে
এ প্রেম পিয়াসী বন্দনাতে
যুগ যুগ ধরে হাঁটে লক্ষ্য অটুটে।
এ জীবন জ্বলে ধূপগন্ধির মতো
বিশ্বাস ভালোবাসায় নিঃস্ব হয়ে
চাওয়া পাওয়ায় হিসাব নিকাশে
প্রেম প্রীতির আদর জড়োয়াতে।
কলঙ্ক কালিমা মেঘহীন আকাশে
ধ্রুব তারা উঠে
আসক্তিহীন জীবনে সত্য ন্যায়
জিভে ভর করে
হতে চাই অর্ঘ্য পূঁজিতে তোমারে।