বাদল বরিষণ নুপুর বাজায়
কে ডাকে আমায় চকিত চরণে কে যায়
আহা মরি কি সুখে কি কারণ না জানি
নয়ন নীড়ে কি খেলা দেখে হায়।
কি ছলে কি প্রেম হে প্রেম পিয়াসী
ঘরেব বাঁধন টুটে আবেগ ভেসে যায়
অকুল দরিয়ায়।
নিরব নিবীড় ধ্যান হে চঞ্চল
বিলাস বাসনা মনময় প্রাণ
তোমাকে হৃদে কেন সারাক্ষণ
আমারই ধ্যানের ছবি দিশাহীণ দরশন।
হে সুন্দর প্রকৃতির শীলত হাওয়ায়
মন রাখি বর্ষার কুঞ্জ ডালায়
এ প্রাণ বেঁধে রাখি তব খেলায়
বিশ্ব ভূবন আজি তব হাতে দোলে
দোলে তরুলতা ময়ুর নাচে দেখ ঘন বরষায়।
চঞ্চল মন মানে না বাঁধন শূন্য আশায়
উড়ে যায় একাকী পাখির ডানায়
নীলাকাশ নীল হল নীল মেঘে ভরে যায়
গগনজুড়ে আসে বৃষ্টি শ্রাবণধারায়।
এ প্রাণ আজি কোথায় ধায়
সুবাসিত কদম ডাকে শিউলি হাত বাড়ায়
বনে বনে বকুলের ঝরাগান
টিয়ে মিশে যায় সবুজ বাগিচায়।