প্রভাত কুঞ্জে বিরহ নীড়ে আজি স্বপন চূরে
অধীর কোকিল সকরুণ সুরে
মিনতি জানায় কুহু কুহু স্বরে।
দিগন্তের নীল খাম নিলাকাশ জুড়ে
রাতে তারার মিতালি মিলে গেছে মেঘের আড়াল মেঘে
অবুঝ হৃদয়ের বসন্ত জাগ্রত দ্বারে
মৌন মুকুল সবুজ বাতায়ন পাশে
হেরিছে যৌবন কুণ্ঠিত লাজে।
মধুপের গুন গুন কীর্তিত স্বরে
সলাজ সজল আঁখি খুলিছে যবে
নেশার চুমুক রাখে নেশার ঘোরে
রঙিন আভায় নয়ন হরে
কম্পিত চরণে অনুরাগ অঞ্জলি মাখে।
খুঁজিয়া পেত যদি খুঁজিছে যারে
হারানো হৃদয় উঠিত ভরে
স্নেহ বীণায় সপ্তম সুরে,
সূর্যথালায় ফুটিত হৃদয়ের ফুল
মনের ময়ুর নাচিত পেখম তুলে
হৃদয়ে হৃদয়ে এতে যে ভালোবাসা
অনুভব আদর সোহাগে ডালা ভরে।
ক্ষনিকের তরে এতো সুখ যবে
হৃদয় ভরিয়া করিব পান
মেটে যদি আশা কিছু ভালোবাসা
পূণ্য প্রাতে করিব দান আহা কি মধুর
এ অমৃত বারি সিঞ্চন সুখীজন।