যাত্রা শুরু দূরে শুনি স্বরলিপি
যেদিন মিলেমিশে ছুটেছি কজন
মেখেছি কুঞ্জছায়ের নির্মল পবন
মেঠোপথের দুপাশে বৃক্ষসারি
ছায়াময় সুনিবিড় গ্রামখানি।
দেখেছি রাজহংস করে জলকেলি
বনফুলের সৌরভ আহা মরি মরি
সবুজে সবুজে কি নিঃসীম মাধুরি
নিরালায় গড়িয়াছে কে বসে নিশিদিন।
সরল হৃদয়ে সহজ সুন্দর
আপন নিবিড় করে কাছে পাবার
মাটির কত কাছে প্রাণ ছুঁয়ে আছে
হাসিমুখে জ্যোৎস্নার ফুল ফুটেছে।
দুঃখ নেই কাছে আছে শুধু সুখ।
সহজ সরল জীবন পূন্যের সুখ
অল্পে তুষ্ট সরল চাহনি
চারিদিকে শুনি সুমধুর কাকলি।
হৃদয়ে গভীরে আহ্লাদে লুটোপুটি
হাসি ঝরা রোদ্দুরে সুখ কিনতে খুশি
চোখ জুড়ানো খুশিতে মুখে ফোটে হাসি।