কতটা বিজন হলে
আঁধার নেমে আসে
কতটা অবুঝ হলে
মন ভুলানো গল্প  শোনে।

এখনো কান্নার স্রোত কষ্ট করে হাসে
অর্থই মূখ্য গৌণ গূঢ় সত্য
পরাজয়ের ভীতি গুলো কণ্ঠে উঠে আসে।

রাখিনি তারে সোহাগ ভরে
আদর যতন  চুমুতে ভরিয়ে
সরায়ে নিয়েছি শাসন করে
কঠিন কঠোর গলায় বলে
ফিরিয়ে দিয়েছি অনাদরে।

দাতা নেই তুষ্ট  নয় অনাহারী
ধন আছে যার সাধন ভজন তার
বিলাসী বিনম্র স্বভাব
নয়নের গভীরে কল্পনার দেশ
প্রেমের আখ্যান যেখানে বুনে
ফসলী মাঠে কবিতার চাষ।

ভালো আছি আপনি ভুলিয়া
ক্ষতের গভীরে রচনা রচিয়া
শুণ্য ঢেউয়ে আবাস গড়িয়া
কল্প লোকে ইচ্ছে পাখায়
উড়তে চাই সীমানা ছাড়িয়া।