ফুটেছিল কাশফুল গন্ধহীন নিষ্পাপ
শিকড়ে বালুময় চকচক
সরল ঝর্ণার মতো ছুটে চলে মন
হাসির জলতরঙ্গ সফেদ ফেনায়।
একই নীড়ের দুটি পাখি ডানা মেলে উড়ে যায়
আকাশের নীল রঙ
অধরা অভিমানে নীল নীল আলপনায়
বৃষ্টিকে ডেকে নেয়।
কত কিছু কথা বলি
কত কিছু ভুলে যাই
স্নৃতিময় বেদনা বিষাদে
স্বপ্নে বিভোর চোখ অলীক হরষে।
তুচ্ছ কাকে করি
ভেবে দেখি বহুবার
আত্মীয় পরিজন সবাই কি আপনার?
রক্তের বন্ধন সবসময় কি আপন
নয়ন বারি ঝরে নয়ন নীড়ে
সুখের দিনে দূঃখ এসে দাঁড়ায় দুয়ারে ।
আড়াল কথা রাখে না কেউ যতনে
সময়ের চাকায় ঘুরে আসে সে সন্মূখ পানে
পৃথিবী ঘোরে আলো আর অন্ধকারে।
যে হৃদয় পেলনা ভালোবাসা একেবারে
সে কি আর আশা রাখে
ভালোবাসার মুকুট লুটায় ধরাতলে।
সোহাগি শরৎ শিউলি পায়ে
এসেছে ফিরে শিশির জলে
মধুর মুরতি সোনালী আলোতে
বাজছে বাদ্য ঐ দূর পাঁড়াতে।