সহস্র আকর্ষণ বিবর্ণ হয়ে শুয়ে আছে
প্রত্যশার স্বপ্ন কুঞ্জে।
পাগল করা এই প্রত্যশাগুলো
দীর্ঘ নিঃশ্বাসে ব্যাথাকে আলিঙ্গন করে।
প্রতিটি নিঃশ্বাসই অনুভব করে ফুরিয়ে যাওয়া জীবন নদীর গল্প।
মিষ্টি মধুর প্রতিটি শব্দের সংগে মিশে থাকে অজস্র চুমু
প্রতিটি ধ্বনিই হয়ে উঠে শ্রেষ্ঠ প্রেমগীতি
আবক্ষ ধরিত্রীর বিষাদিত ঢেউগুলো মিশে যায় উৎকৃষ্ট
জাঁকজমক সময়ের পানপাত্রে।
অমলিন কিছু সুখকথা দূঃখীর মনভূমে
তৃপ্তির পুলকে হিল্লোলিত পলকে
ক্ষণপ্রভা সম আঁধারে চমকে।
কুড়ি ছিল প্রেমময়
কুসুম ফূটেছিল নির্মল হাওয়ায়
উষর দেহ কেন ধরিত্রী সম নয়
বীজরেণু কেন সেথা আলো দেখিতে না পায়?
একদা উল্লাসের দীর্ঘ নিঃশ্বাস
পুষ্প ঝরানো মিষ্টি মধুর তপ্ত চিবুক
সোনাঝরা হাতের আঙ্গুল ললিত আঁখি
কাজল কালো যুগলভূরু চরণে ঘুঙুর।
পবিত্র মৃত্যু সদা শিয়রে দাঁড়ায়
আশার কুণ্ডলী অপরাহ্ণে জটপাকে
উপেক্ষার নেশাময় চক্র
বিদ্রূপ বিষণ্ণতার শাখ বাজায়।
।