শানিত রোষে কে তুমি বিদ্রোহী
উন্নত শির উচ্চ নাদ লক্ষ স্থির
শিকল বেড়ি হাতে তব
পিঞ্জর অতলে সূর্য বীজ।
অগ্নি ঝরে মা মাটির আঁচলে
লক্ষ শহীদের রক্তের দরিয়া পাড়ে
কোথা যাও কতদূরে হে মুক্তিকামী
মহানায়ক, জয় বাংলার অপরাজেয় বীর।
গগন বিদারী চিৎকার শুনি
সম্ভ্রম হারায়এখনো নারী
স্বাধীনতা তুমি কি এখনো আসোনি
এসেছিলে একবার ২৬শে মার্চ ১৯৭১ এ ভগ্নহৃদয়ে
মুক্তির শপথ নিয়ে, এসেছিলে মা বোনের সিথিঁর সিঁদুর মুছে অশ্রুর উষ্ণ জলে বিধবার বেশে ।
এসেছিলে জাতীয় চার নেতার
হত্যার অপরাধবোধে।
স্বাধীনতার সূর্য কাঁদে তোমার হত্যার ষড়যন্ত্রে
বিশ্ব কাঁদে ৭ই মার্চের ভাষণ শুনে তব কন্ঠে
বিচারের প্রহসন নীরব নিষ্ঠুর একজন হাসে
অন্য জন কাঁদে ।
কাঁদতে আসিনি কাঁদাতে এসেছি
গনতন্ত্র অটুট থাকুক স্বাধীনতা দিবসের শপথে
মুক্তমন মুক্তমঞ্চে স্বাধীনতার ফুল ফুটক
শিশুর অনাবিল নিষ্পাপ হাসিতে।
জয় বাংলা জয় বাংলা।